জেলা যুবলীগের উদ্যোগে পথচারী,দিনমজুর,রিক্সা চালক ও ট্রাফিক পুলিশের মাঝে সুপেয় পানি খাবার স্যালাইন ও ঠান্ডা জাতীয় খাবার বিতরণ


মো: আ‌মিরুল ইসলাম বাবু :
বৈশাখের শুরুতে প্রচন্ড গরম ও তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ। তখনই খুলনা জেলা যুবলীগের উদ্যোগে পথচারী, দিনমজুর, রিক্সা চালক ও ট্রাফিক পুলিশের মাঝে সুপেয় পানি খাবার স্যালাইন ও ঠান্ডা জাতীয় খাবার বিতরণ করেন। গতকাল শনিবার বেলা ১২ টায় বটিয়াঘাটার মোহাম্মদনগর বাইপাস মোড়ে খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ। এ সময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা যুবলীগের আহবায়ক অনুপ গোলদার ও যুগ্ম আহবায়ক মিলন গোলদারসহ নেতৃবৃন্দ। এসময়ে চৌধুরী রায়হান ফরিদ বলেন, বৈশাখের শুরু থেকেই তীব্র খরতাপে কাঁপছে সারাদেশ। তাপমাত্রা ৩৮ থেকে ৪২ ডিগ্রির মাঝে ওঠানামা করছে। সারাদেশ জুড়ে প্রচন্ড তাপদাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর সূর্যের খরতাপের তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। জনজীবনে অবর্ণনীয় দুর্ভোগ নেমে এসেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে প্রাত্যহিক কর্মকান্ড। অফিস আদালত, স্কুল কলেজ, হাসপাতাল, নির্মাণ কাজ সবকিছুই চরমভাবে বিঘ্নিত। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশা চালক,পথ শিশু, হকার, ফেরিওয়ালাদের জীবনে যেন এই খরদাহ প্রাণ নাশী হুমকির মুখে পড়েছে। বিশেষ করে দুপুর ১১টা থেকে বিকাল ৩ টার মধ্যে। প্রচুর পানি, পানীয় ও তরল খাবার গ্রহণ করতে হবে। তারই ধারাবাহিকতায় আমাদের এ কর্মসূচী তাপমাত্রা না কমা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে আমাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগ বলেন, বিশেষ করে ঘরের বাইরে বের হলে। প্রচুর পানি, পানীয়, স্যালাইন, শরবত, তাজা রসালো ফল, বিশুদ্ধ ও পুষ্টিকর খাবার খেতে হবে। প্রখর রোদ থেকে রক্ষা পেতে ছাতা, হ্যাট/ক্যাপ ও সানগ্লাস ব্যাবহার করতে হবে। একটানা দীর্ঘ সময় রোদে কাজ করা থেকে বিরত থাকতে হবে। সূতি, পাতলা ও ঢিলেঢালা পোশাক পরিধান করতে হবে। অনেক সময় অতিরিক্ত ঘামের জন্য শরীর থেকে প্রয়োজনীয় লবণ ও খনিজ পদার্থ বের হয়ে যায়। প্রচুর পানি, লেবুর সরবত এবং ফলমূল খেতে হবে। আমরা যুবলীগ নেতৃবৃন্দ সব সময় মানুষের পাশে ছিলাম আছি থাকবো।