উপজেলা নির্বাচনে অনলাইন নমিনেশন সাবমিশন বিষয়ক প্রশিক্ষণ শুরু


মো. আমিরুল ইসলাম বাবু:
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে অনলাইনে নমিনেশন সাবমিশন সফটওয়্যার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকাল দশটায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সভাকক্ষে দুইদিন ব্যাপী নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি শীর্ষ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রথমদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। কর্মশালা পরিচালনা করেন খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন নির্বাচন রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খাঁন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘জাতীয় সংসদের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও কোনো অনিয়ম হলে কঠোর হস্তে দমন করা হবে এবং এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে কোনো কুণ্ঠাবোধ করা হবে না। ’তিনি বলেন,‘যেভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করেছি, সেভাবে উপজেলাও হবে। কোনোভাবে জাতীয় নির্বাচনের চেয়ে নিচে নামার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের আওতায় কীভাবে নির্বাচন হচ্ছে সেটি সবাই দেখবে। উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের মতো দলীয় প্রার্থী থাকছে না এবং দলীয় প্রতীকও নেই। আশা করছি ভোটারের সংখ্যা বাড়বে। এবং নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তাতে কোনো সন্দেহ নেই।’ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় আমাদের প্রধান লক্ষ্য।
এসময় সদর থানা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন মন্ডল ও সোনাডাঙ্গা থানা নির্বাচন কর্মকর্তা বজলুর রশীদ, নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারী, উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।###