অধ্যক্ষ দেলওয়ারা বেগমের মৃত্যুতে আ’লীগ নেতৃবৃন্দের শোক
খুলনা অফিস :
খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হাজী আব্দুল মালেক কলেজের সাবেক অধ্যক্ষ দেলওয়ারা বেগম (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি………..রাজিউন)। তিনি শুক্রবার (৫ এপ্রিল) বাদ জুমা আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, আমেরিকা ও লন্ডনে বসবাসরত দুই মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন। আমেরিকায় মরহুমার প্রাথমিক জানাজা শেষে লাশ আগামী ১২ এপ্রিল (শুক্রবার) দেশে পৌছানোর সম্ভাবনা রয়েছে। দেশের ফেরার পর মরহুমার জানাযা নামাজের সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
এদিকে, অধ্যক্ষ দেলওয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ সোহেল উদ্দিন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু।##