নারীরা স্বাবলম্বী হলে সমৃদ্ধ হবে অর্থনীতি…সেখ জুয়েল এমপি


মো : আ‌মিরুল ইসলাম বাবু, খুলনা:
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, নারীরা স্বাবলম্বী হলে সমৃদ্ধ হবে অর্থনীতি। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং উন্নয়নে সমানতালে অবদান রেখে চলেছেন। সারা বাংলার নারী সমাজের গর্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, নারীদের স্বাধীন ও স্বাবলম্বী হয়ে জীবন অতিবাহিত করার জন্য সাধারণ নারীদের নিয়েই আমাদের এ ক্ষুদ্র প্রায়াস। সমাজে নারীদের অবস্থান যতো উন্নত হবে সামাজিক ভাবে দেশ ও জাতি ততো এগিয়ে যাবে।
গতকাল সকালে নিজ বাসভবনে ও ২৪ নং ওয়ার্ডে কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু, ২৪ ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, এ্যাড. মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক গৌতম লস্কর, মো. শফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, ড. সাঈদুর রহমান, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. নজিবুল ইসলাম, মো. মঈনুল হোসেন নাসির, মো. আতাউর রহমান শিকদার রাজু, অধ্যাপক সিরাজুল ইসলাম, দিদারুল আলম, মাসুম ঊর রশিদসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে তিনি নগরীর প্রান্তিকা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির উদ্যোগে ঈদগাহ ময়দানের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ।