মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু

সাদিয়া মোল্লা : বাগেরহাট জেলার মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ইমাম হোসেন গাজী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে দাদার সঙ্গে পানগুছি নদীতে মাছ ধরার সময় অসাবধনতাবসত জালের দড়িতে পেঁচিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইমাম হোসেন গাজী মোরেলগঞ্জ উপজেলার শ্রেণিখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী সরাফত আলী গাজীর ছেলে।

স্থানীয়দের বরাদ দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, দাদা খলিল গাজীর সঙ্গে বাড়ির সামনের নদীতে মাছ ধরছিল ইমাম হোসেন গাজী। জোয়ার আসায় নদীর পানি বেড়ে যায়।পানির চাপে জালের দড়ি পেঁচিয়ে নিচের দিকে চলে যায় ইমাম হোসেন গাজী। বৃদ্ধ দাদা চেষ্টা করেও নাতীকে উদ্ধার করতে পারেনি।সেখানেই ইমামের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা ইমাম হোসেনের মরদেহ উদ্ধার করেন।

You may have missed