রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোছা. মারুফা খাতুন (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শুক্রবার (২২ মার্চ) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।অভিযানকালে তার কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি ট্রলি ব্যাগ, দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়।  

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল bbcnews24bd.com বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ওই নারী একজন পেশাদার মাদককারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার।