কালাবগীতে মিথ্যা মামলা ও গ্রেফতারের


নিজস্ব প্রতি‌বেদক:
দাকোপের কালাবগী এলাকায় বনবিভাগের দায়েরকৃত ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও সমাজ সেবক কাউসার সানার মুক্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কালাবগী বৃহস্পতি বাজার এলাকায় সুতারখালী ইউনিয়নবাসী ও জেলে বাওয়ালীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সুন্দরবনের গহীনে সংগঠিত ঘটনায় বনবিভাগ প্রকৃত অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হয়ে কালাবগী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংগঠক এবং উপদেষ্টা যিনি কখন সুন্দরবনে জেলে পেশার সাথে সংশ্লিষ্ট ছিলো না এমন একজন সর্বজন গ্রহনযোগ্য ব্যক্তি কাউসার আলী সানাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল হাজতে পাঠিয়েছে। বক্তারা কাউসার সানার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবী জানান। সুতারখালী ইউনিয়ন পরিষদের সাম্ভব্য চেয়ারম্যান প্রার্থী গাজী নাজমুল হাসানের সহযোগীতায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন স্থানীয় আওয়ামীলীগনেতা মিজানুর রহমান, আব্দুল বারিক মোড়ল, ইউপি সদস্য নিমাই রায়, মান্নান গাজী, নাসির গাজী, হাফিজুর সরদার, সোহেল গাজী, বদিয়ার শেখ, মিন্টু গাজী, ফারুক সানা, রেজাউল ইসলাম, আসাদুল শেখ, সোহাগ হোসেন, টুলু সানা, মনিরুল ইসলাম, হাসান শেখ, হাফিজুল ইসলাম, বাহাদুর গাজী, আসমত আলী, আবদুর রহমান, ইমরান হোসেন, রাকিব হোসেন প্রমুখ। উল্লেখ্য সম্প্রতি সুন্দরবনের গহীনে অবৈধভাবে মাছ ধরতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে জেলেদের হামলায় ২ জন বনরক্ষি মারাত্নকভাবে আহত হয়। হামলার সাথে জড়িত জেলেরা বন অভ্যান্তরে পালিয়ে যায়। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে দায়ের করা মামলায় কালাবগী গ্রামের সমাজ সেবক কাউসার আলী সানাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।