রমজান উপলক্ষ্যে সয়াবিনের লিটার ১ টাকা, মুরগির দাম ১ টাকা, ডিমের ডজন ১ টাকা

রমজান উপলক্ষ্যে সয়াবিনের লিটার ১ টাকা, মুরগির দাম ১ টাকা, ডিমের ডজন ১ টাকা

নিজস্ব প্রতিবেদক  ব্রয়লার মুরগির দাম এক টাকা, সয়াবিন তেলের লিটার এক টাকা এমনকি এক ডজন ডিমের দামও মাত্র এক টাকা! এমন কথা শুনে প্রথমে মনে হতে পারে শায়েস্তা খানের শাসনামলের কোনো কথা বলা হচ্ছে। তবে বর্তমানেই এমন বাজারের দেখা মিলেছে বরিশালে।

আসন্ন রমজানকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্য বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর মহিলা ক্লাবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এমন ভিন্নধর্মী বাজারের আয়োজন করা হয়।

নিত্য প্রয়োজনীয় ১৮টি পণ্য পাওয়া যায় এই বাজারে। মাত্র ১০ টাকার বিনিময়ে যেকোনো দশটি পণ্য বাছাই করে ব্যাগভর্তি বাজার করতে পারবেন গ্রাহকরা।

উপকারভোগীরা জানান, বর্তমান বাজারে যেখানে ১০ টাকায় একটি ডিম পাওয়া কঠিন বিষয়; সেখানে দশটি পণ্য পাওয়ায় খুশি তারা। এমন আয়োজন রোজার মাসে বাজার নিয়ে তাদের দুশ্চিন্তা কমিয়েছে বলেও জানান তারা।

রফিক নামে এক উপকারভোগী জানান, আমি রিকশা চালাই। রমজানে এ দেশের সব পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু এখানে ১০ টাকায় প্রায় দেড় হাজার টাকার বাজার করেছি। এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। যে বাজার করেছি এতে গত ২০ দিনে আর কোনো চিন্তা নেই। এমন আয়োজন আরও চাই।

তাসলিমা নামে এক উপকারভোগী জানান, স্বামী অসুস্থ, পাঁচজনের সংসার আমি বাড়ি বাড়ি কাজ করে একাই চালাই। রমজান আসলেই আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। সব পণ্যের দাম বেড়ে যায়। ১০ টাকায় ১৮টি পণ্যের মধ্যে থেকে দশটি পণ্য কিনেছি। এখন আর কোনো চিন্তা নেই।

আয়োজকরা জানান, প্রতিবছর রমজান এলেই দ্রব্যমূল্য সীমাহীনভাবে বেড়ে যায়; যা মানুষের নাগালের বাইরে চলে যায়। এখানে মাত্র ১০ টাকার বিনিময়ে মোট ১৮টি পণ্যের মধ্যে বাছাই করে ১০টি পণ্য নিতে পারছেন একটি নিম্ন আয়ের পরিবার। যার বর্তমান বাজারমূল্য প্রায় দেড় হাজার টাকা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বরিশালের জেলা প্রশাসন।

এ বিষয়ে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন উদ্যোগ আসলেই প্রশংসার দাবিদার। রমজান মাসে বাজারে যেভাবে পণ্যের দাম বেড়ে যায়, সে বিষয়ে এবার আমরা সতর্ক আছি। আসন্ন রমজানে ভোক্তাদের কথা বিবেচনা করে বাজার মনিটরিং কার্যক্রম চলবে বলে জানান তিনি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন আয়োজন থেকে বরিশালের ২০০ নিম্ন আয়ের পরিবার বাজার করেছে।