খুলনায় বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে  ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার

নাহিদা আক্তার লাকি
খুলনায় বিশ^বিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে রাফি ইসলাম (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, প্রেমের সূত্র ধরে রাফি ইসলাম বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এছাড়া রাফি ইসলাম ঢাকায় নিয়েও তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ছেলের পরিবারের সঙ্গে কয়েকবার আলোচনা করলেও কোনো সমাধান হয়নি। উল্টো রাফি ইসলাম মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী গত বছরের ৮ জানুয়ারি আদালতে লিখিতভাবে অভিযোগ করেন। আদালতের নির্দেশনায় ১১ জানুয়ারি সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। এরপর ২৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানার সহকারী পরিদর্শক (এসআই) সোহেল রানা আসামি রাফি ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রাফি ঢাকার কাফরুল থানার উত্তর মেঘ সেনপাড়া এলাকার মোহাম্মদ জহিরুল ইসলামের পুত্র।