সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুনু বিথারের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান


মো : আ‌মিরুল ইসলাম বাবু:
খুলনা মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুনু ইকবাল বিথার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। সোমবার সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই পলাশ, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস হোসেন লাবু, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চ ম মুজিবর রহমান, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ এশারুল হক, মহানগর শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোতারেব হোসেন মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।