ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র বাতিল ১ টিকে আছেন ৬
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এক আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ পদে এখন ছয়জন টিকে আছেন।(উপরে বাঁ থেকে) ইকরামুল হক টিটু, এহতেশামূল আলম, সাদেক খান মিল্কি টজু, (নিচে বাঁ থেকে) ফারমার্জ আল নূর রাজীব, রেজাউল হক ও শহীদুল ইসলাম স্বপন মণ্ডল।
অপরদিকে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা করা ২৩৩ জনের মধ্যে ৩৬ জনের বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
মনোনয়নপত্র যাছাই-বাচাইয়ের দিনে বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও আনন্দমোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অধ্যাপক মো. গোলাম ফেরদৌস জিলুর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
সকাল থেকে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে মনোনয়নপত্র যাছাই-বাচাই শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।
ময়মনসিংহ অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, মেয়র পদে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। ছয়জনের মনোনয়ন বৈধ হয়েছে। এ ছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
স্বতন্ত্র মেয়র প্রার্থীদের মোট ভোটারের এক শতাংশের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। মেয়র পদপ্রার্থী গোলাম ফেরদৌস যে তালিকা দিয়েছেন তাতে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”
যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা শুক্র থেকে রোববার পর্যন্ত তিনদিন বিভাগীয় কমিশনারের কাছে আপিল করার সুযোগ পাবেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান।
মেয়র পদে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, তাদের মধ্যে পাঁচজন আওয়ামী লীগ নেতা এবং বাকি একজন জাতীয় পার্টির।মনোনয়নপত্র বৈধ হয়েছে- সদ্য সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এহতেশামূল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদেক খান মিল্কি টজু, নগর আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট ফারমার্জ আল নূর রাজীব, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. মো. রেজাউল হক এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল।