একাধিকবার গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী হালিমা পূনরায় ১৯৮ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার

যশোর র‌্যাব -৬ একাধিকবার গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী হালিমা বেগমকে পূনরায় ১৯৮ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার।
ভৈরব খবর:
যশোর র‍্যাব -৬,সিপিসি-৩ কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যম জানতে পারে যে, মেহেরপুর টু খুলনাগামী পরিবহন যোগে কতিপয় মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে খুলনা যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে আজ ৬ ফেব্রুয়ারি সকালে, জেলার কোতয়ালী মডেল থানাধীন কাশিমপুর ইউনিয়নের খয়রাতলা বাজার সংলগ্ন ট্রাষ্ট ফিলিং স্টেশনের পূর্ব পার্শ্বে ঝিনাইদাহ টু যশোর মহাসড়কের উপর গাড়ী তল্লাশি করা হয়। উক্ত আভিযানিক দলটি RA পরিবহন এর একটি বাস যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১১-৪০২০ মেহেরপুর থেকে খুলানা যাওয়ার পথে উক্ত স্থানে বাসটিকে সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে ১জন নারী মাদক ব্যবসায়ী মতিয়ার রহমানের কণ্যা মোছাঃ হালিমা বেগম ওরফে ময়না(৩২) কে খোড়কী থেকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ইঞ্জিন বক্সের সিটে হেফাজতে থাকা দুইটি ব্যাগের ভেতর ১৯৮ বোতল ভারতীয় তৈরি মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে সল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করে থাকে। সে দীর্ঘ দিন যাবৎ মাদক পেষার সাথে সম্পৃক্ত রয়েছে। আসামীর বিরুদ্ধে চৌগাছা থানায় ১ টি মাদক মামলা ও যশোর কোতয়ালী মডেল থানায় ২ টি মাদক মামলা সহ মোট ৩ টি মামলা বিচারাধীন রয়েছে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী’কে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।