খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনা ব্যুরো

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাদিকুর রহমান রানা ওরফে বিহারী রানা নামে (৩২) এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নগরীর সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আমিরুল ইসলাম হত্যাকা-ের সত্যতা নিশ্চিত করেন। নিহত বিহারি রানা নগরীর ফেরিঘাট দেবেন বাবু রোড এলকার শেখ মোহাম্মদ ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে বিহারী রানাকে লক্ষ্য করে কয়েক রাউ- গুলি করে। একটি গুলি তার গলায় ও আরেকটি গুলি তার বুকে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ রাউ- গুলির খোসা উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্যের  জের ধরে এ হত্যাকা- ঘটতে পারে । নিহত বিহারী রানার বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানায় একাধিক মামলা রয়েছে।