খুলনা ক্লাবের নবনির্বাচিত সভাপতি শেখ সোহেলকে বিবিসি নিউজ২৪ এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

নাহিদা আক্তার লাকী খুলনা ব্যুরো: খুলনা ক্লাবের   নব-নির্বাচিত সভাপতি শেখ সোহেল কে  বাসায় গিয়ে  ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন জনস্বার্থে দুর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থার প্রতিনিধি ও bbc news24bd.com এর খুলনা বিভাগীয় প্রধান মিস, নাহিদা আক্তার লাকী ও মো: আলমগীর হোসেন । 

রবিবার   (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায়   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ সোহেলের নিজ বাড়িতে গিয়ে ফুলের শুভেচ্ছা দেন জনস্বার্থে দুর্নীতি দমনের তথ্য প্রকাশকারী সংস্থার( সমগ্র বাংলাদেশ) বিবিসি নিউজ ২৪ বিডি এর খুলনা বিভাগীয় প্রধান  নাহিদা আক্তার লাকী ও সদর থানা, প্রতিনিধি  মোহাম্মদ আলমগীর হোসেন, মুক্তি যোদ্ধা জিয়াউল ইসলাম, ,সম্পা। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিত খুলনা ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি শেখ সোহেল বিবিসি নিউজ ২৪ কে বলেন, সকল গণমাধ্যম কর্মী দের সহ সকল সাধারণ জনগণর পাশে থাকবেন। সকল ক্ষেত্রে সংবাদ সংক্রান্ত সকল কাজে সহযোগিতা করবেন প্রত্যেকটা কলম সৈনিক সর্বদা স্বাধীন ভাবে সংবাদ সংগ্রহ করতে পারে সেদিকে তিনি খেয়াল রাখবেন। তিনি আরো বলেন, একটা দেশকে দুর্নীতিমুক্ত করতে এবং সুসংগঠন ভাবে রাখতে সংবাদ সংস্থার কোন বিকল্প নাই।