খুলনা-১ আসনের নৌকার মার্কার মাঝি জননেতা বাবু ননী গোপাল মন্ডলের পথসভা
ইব্রাহিম শেখ খুলনা ভান্ডার কোট প্রতিনিধি ::
খুলনা-১ আসনের নৌকার মার্কার মাঝি
সাবেক সংসদ সদস্য জননেতা বাবু ননী গোপাল মন্ডল বটিয়াঘাটা উপজেলার ৫নং ভান্ডারকোট ইউনিয়ন,
৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন ও ৭নং আমিরপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় পথ সভায় করেন তিনি আগামী নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি পূর্বের ন্যায় আবারও নির্বাচিত হলে জনগণের সকল পাশে থেকে চাহিদা পূরণ করবেন বলে আশা ব্যক্ত করেন।