সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

খুলনা ব্যুরো

বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক জনাব মো: নুরুল ইসলামের সাথে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের আওতাধীন পে-পয়েন্টসমূহ এবং বাণিজ্যিক অডিট অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি সিএজি জনাব নুরুল ইসলাম বলেন, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। আর সেবাকে মানুষের দ্বারপ্রান্তে পৌছে দিতে। এমনকি স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতকরণ থাকতে হবে। বিশেষত পেনশন সেবা সহজীকরণের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

ওই দিন সকাল সাড়ে ১১টায় তিনি খুলনায় আসলে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের খুলনা কার্যালয়ের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মোহা: নুরুল আবসার। এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক নাসিফ কবির। বাণিজ্যিক অডিট অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিলটন হোসেন এবং নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসারসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ। শনিবার সকালে তিনি মোংলা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় পরিদর্শন শেষে ঢাকায় প্রত্যাবর্তন করেন।

#

You may have missed