খুলনায় বাসে আগুনসহ নাশকতার ঘটনায় দু’ মামলা : আসামি দু’ শতাধিক

নিজস্ব প্রতিবেদক,,খুলনা

খুলনার রূপসা ও দিঘলিয়া উপজেলায় বাস পোড়ানোসহ নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে  বিএনপির কেন্দ্রীয়নেতা তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ দু’ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার রূপসা ও দিঘলিয়া থানায় পৃথক মামলা দৃুটি দায়ের করা হয়। ইতিমধ্যেই দিঘলিয়া থানার মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে রূপসায় বাসে আগ্নিসংযোগের মামলায় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার জানান, দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া–তৈগরী তিন রাস্তার মোড় থেকে রোববার রাত সাড়ে ৮টার দিকে পরিত্যক্ত তিনটি ককটেল, ককটেল বিস্ফোফোরিত  ২টি খোসা,৬টি লোহার রড,টেপ লাটি উদ্বার করা হয়। এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয়নেতা তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ৪৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০/ ৫০ জনকে আসামি করে রোববার রাতে দিঘলিয়ার থানার এস আই মোঃ নুরুল মোমেন বাদি হয়ে মামলা দায়ের করেন। আব্দুল সালাম নামের এজাহার নামীয় এক আসামীকে সোমবার সকাল সাড়ে ১০ টায় সেনহাটি সরিষা পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি বলেন, আসামিরা সকলেই বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এর অঙ্গ সংগঠনের নেতা ও সক্রিয সদস্য। মামলাটি তদন্ত করবেন থানার এস আই শিহাব উদ্দিন মোল্লা।

অপরদিকে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন জানিয়েছেন, রোববার রাত সাড়ে ৭টার দিকে রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদ গেটের সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় থানার এসআই শেখ ফরিদ আহমেদ বাদি হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ  অজ্ঞাতনামা আরও ৫০/ ৬০ জনকে আসামি করে রোববার রাতে থানায় মামলা দায়ের করেছেন। এসআই মো. কামাল হোসেন মামলাটি তদন্ত করছেন। 

You may have missed