খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের কমিটিক্স শুভ সভাপতি, মুন্না সাধারণ সম্পাদক
খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের কমিটি
ক্স শুভ সভাপতি, মুন্না সাধারণ সম্পাদক
খবর বিজ্ঞপ্তি :
সাব্বির রহমান শুভকে সভাপতি এবং আলমগীর হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বৃহস্পতিবার (২ নভেম্বর) এ কমিটির অনুমোদন দেন।
ঘোষিত আংশিক কমিটি’তে সহ-সভাপতি রুবাইয়া জাহান উর্মি ও মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের শেখ (সম্রাট) ও রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ সুজা, সহ-সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার, দপ্তর সম্পাদক তাজউদ্দীন আহমেদ, উপ-দপ্তর সম্পাদক মাহিয়া আক্তার মাহি, অর্থ সম্পাদক এম. কে. সালাহ্, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওমর ফারুক, ছাত্রী বিষয়ক সম্পাদক নাদিরা হাওলাদার, সাহিত্য সম্পাদক মো. মাছুম বিল্লাহ ও কার্যনির্বাহী সদস্য শেখ মো. রাহাত দায়িত্ব পেয়েছেন।
এদিকে, নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর শাখার সাবেক সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম। তিনি বলেন প্রিয় সংগঠনের ত্যাগী ও পরিক্ষিতরা খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের দায়িত্ব পেয়েছে। আমি আশা করি খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদ নতুন নেতৃত্বেই এগিয়ে যাবে।