খুলনায় শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

খুলনায় শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

খুলনা ব্যুরো

খুলনায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের মুখ খুলে গায়ে আগুন ধরিয়ে সুজলা রাণী বিশ্বাস (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ৬ নং ফরাজী পাড়া মেইন রোডস্থ মৃত আব্দুল জব্বার এর বাড়ির ২য় তলার একটি ভাড়া বাসার রান্না ঘরে এ ঘটনা ঘটে। নিহত সজলা রাণী শ্যামল কুমার বিশ্বাসের স্ত্রী।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে ঘরের দরজা আটকিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয় সুজলা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে গায়ের আগুন ও রুমের ভিতরের আগুন নিভিয়ে ফেলেন। যার কারণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে ফিরে যায়। 

খুলনা সদর থানার এএসআই মারুফ গৃহবধূর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, নিজে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ।

#