খুলনায় রাজনৈতিক সোহার্দ্যপূর্ণ অবস্থা বজায় রাখতে কর্মপরিকল্পনা গ্রহণ

 

খুলনা ব্যুরো
খুলনায় ‘রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালা রোববার অনুষ্ঠিত হয়। কর্মশালায় রাজনৈতিক সোহার্দ্যপূর্ণ অবস্থা বজায় রাখার একটি কর্মপরিকল্পনা করা হয়। 

নগরীর সি এস এস আভা সেন্টারে ইউকেএআইডি’র অর্থায়নে ‘বি-স্পেস’ (বাংলাদেশ সট্রেন্থেনিং পলিটিক্যাল একাউনটাবিলিটি ফর সিটিজেন এম্পাওয়ারমেনট) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বক্তারা বলেন, রাজনৈতিক ক্ষেত্রে অসাম্প্রদায়িকতা বজায় রেখে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতের জন্যই তরুণদেরকে রাজনৈতিক ক্ষেত্রে সচেতন করে তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। 

কর্মশালায় রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে এগিয়ে নিতে এবং রাজনৈতিক সোহার্দ্যপূর্ণ অবস্থা বজায় রাখাতে বিভিন্ন দলে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তিনটি পয়েন্ট নির্ধারণ করে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা তথা এ্যাকশন প্লান তৈরি করা হয়। 

অনুষ্ঠানে খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এমএএফ এর সভাপতি জোবায়ের আহমেদ খান জবা,সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেহানা ইসা, বিএনপি ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন তরুণ সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।  

আরো উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর চিফ অফ পার্টি ডেনা এল ওল্ডস, সিনিয়র ডিরেক্টর আমিনুল এহসান, খুলনা রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অরডিনেটর মোঃ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিসট্যানট সিলমী সাদিয়া।
#