ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ ভর্তি কার্টনসহ সরকারি কর্মচারী আটক
নিজস্ব প্রতিবেদক ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের নিচতলা থেকে ওষুধ ভর্তি কার্টনসহ মো. ফারুক নামে এক সরকারি কর্মচারীকে আটক করে হাসপাতালের আনসার সদস্যরা।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে হাসপাতালের মর্গ অফিসের সামনে থেকে তাকে ধরে পরিচালকের কক্ষে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. উজ্জ্বল বেপারী বলেন, একজন সরকারি স্টাফ ওষুধের কার্টন নিয়ে বহির্বিভাগ দিয়ে হাসপাতালে ঢুকছেন এমন খবর পেয়ে ওষুধসহ ফারুককে আটক করা হয়। এসময় ফারুক কার্টনে থাকা ওষুধের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।তখন তাকে পরিচালকের রুমে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ওষুধগুলো জব্দ করা হয়েছে।মেডিসিন স্টোর থেকে কোনো ওষুধ ওয়ার্ডে নিতে হলে একটা ডকুমেন্ট থাকে, ফারুক এ রকম কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তিনি ওষুধগুলো কোথা থেকে নিয়েছেন আর কোথায় নিয়ে যাচ্ছিলেন এ বিষয়গুলো খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।