নারীদের নিজ অবস্থান থেকে এগিয়ে এসে বৃদ্ধি ও অধিকার আদায়ে ভূমিকা রাখতে হবে
# খুলনায় ‘রাজনীতিতে নারীর নেতৃত্ব’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনে বক্তারা :
খুলনা ব্যুরো
খুলনা বিভাগে রাজনীতিতে সাংগঠনিক ক্ষেত্রে ও নেতৃত্বে নারীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে ‘রাজনীতিতে নারীর নেতৃত্ব’ শীর্ষক আঞ্চলিক সম্মেলন বৃহস্পতিবার (১১ অক্টোবর) নগরীর সিএসএস-আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে নারীদের নিজ অবস্থান থেকে এগিয়ে আসা, দক্ষতা বৃদ্ধি ও অধিকার আদায়ের বিষয়গুলোকে প্রাধান্য দেন নারী নেত্রীরা। ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে খুলনা, বাগেরহাট ও মেহেরপুর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। অংশগ্রহণকারীদের অধিকাংশই নারী ছিলেন।
সম্মেলনে সংলাপে অংশ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিতে নারীকে অবহেলার সংস্কৃতি ভাঙতে হবে। নারীদেরকেই এগিয়ে আসতে হবে। রাজনীতিতে নারী নেতৃত্বে পুরুষদেরও ভূমিকা থাকবে।
অনুষ্ঠানে অংশ নেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেহানা ইসা, খুলনা জেলা মহিলাদলের সভাপতি এড তসলিমা খাতুন ছন্দা, খুলনা মহানগর মহিলাদলের সভাপতি আজিজা খানম এলিজা, বাগেরহাট জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, মেহেরপুর জেলা মহিলাদলের সভাপতি সায়েদাতুন্নেসা নয়নসহ খুলনা, বাগেরহাট ও মেহেরপুরের নেতৃবৃন্দ ।
আরো উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অরডিনেটর মোঃ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিসট্যানট সিলমী সাদিয়া ।