খুলনায় নওমুসলিম গৃহবধূকেহয়রানি ও জীবননাশের হুমকি
# সংবাদ সম্মেলনে অভিযোগ
খুলনা ব্যুরো
নগরীতে নবমুসলিম গৃহবধূ জান্নাতুল ফেরদাউস উপমাকে অযথা হয়রানি ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে পিত্রালয়ের লোকজনদের বিরুদ্ধে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। নগরীর ৪৪/৩ শামসুর রহমান রোডের বাসিন্দা বিশ^জিৎ সাহার কণ্যা উপমা সাহা গত ১১ সেপ্টেম্বর নোটারী পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে ‘জান্নাতুল ফেরদাউস উপমা’ নাম গ্রহণ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে ও বিনাপ্ররোচনায় ইসলাম ধর্মের প্রতি পূর্ণ বিশ^াস স্থাপন করে ইসলাম ধর্ম গ্রহন করেন তিনি। ইসলাম ধর্ম গ্রহনের পর নিজে নাম নিয়েছেন, ‘জান্নাতুল ফেরদাউস উপমা’। প্রাপ্ত বয়স্ক ও মুসলিম হিসেবে ইসলামী অনুশাসনে জীবন-যাপন করার তাগিদে গত ১১ সেপ্টেম্বর সে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে নোটারী পাবলিকের মাধ্যমে নগরীর ৪১নং ফরাজীপাড়া এলাকার মোঃ শহিদুল হকের ছেলে মোঃ ইমজামামুল হকের সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এঘটনার পর থেকে কল্প-কাহিনী সাজিয়ে তাকে, তার স্বামী ও পরিবার-পরিজনকে হয়রানিমুলক মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন। নবদম্পত্তিকে জীবন নাশের হুমকিও দিচ্ছে ওরা। স্বামী-সংসার নিয়ে শান্তিপূর্ণভাবে ইসলামের ওপর বাকি জীবনটা কাটিয়ে দিতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রত্যাশা করেছেন নবদম্পত্তি।
#