মশার আবাসস্থল ধ্বংস ও মশা মুক্ত বাংলাদেশ গড়তে খুলনায় ওয়ালটনের শোভাযাত্রা 

মশার আবাসস্থল ধ্বংস ও মশা মুক্ত বাংলাদেশ গড়তে খুলনায় ওয়ালটনের শোভাযাত্রা 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘মশার আবাসস্থল ধ্বংস করি, মশা মুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহামারী ডেন্গু প্রতিরোধে  ওয়ালটন প্লাজা খুলনা এরিয়ার পক্ষ থেকে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সোমবার দুপুরে নগরীর জেলা পরিষদের সামনে থেকে সচেতনতামূলক র‍্যালীর উদ্বোধন করা। 

র‍্যালীর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুন অর রশিদ।

র‍্যালিটি  জেলা পরিষদ থেকে জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউজ ও ডাকবাংলা মোড় প্রদক্ষিণ করে শেষ হয়।  হতে গণসচেতনতামূলক লিফলেট বিলি করা হয় ও খুলনা জেলা স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়। এখানে ফগার মেশিন দ্বারা মশা নিধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা খুলনা জোনের আরএসএম সুব্রত দাস, আর এস এম খালেদ আহমেদ,ওয়ালটন প্লাজা সোনাডাঙ্গার ম্যানেজার মুজাহিদ হোসেন, গল্লামারীর ম্যানেজার শফিকুল ইসলাম, খালিশপুরের ম্যানেজার তোতা মিয়া, রুপসা ঘাটের ম্যানেজার হাসিবুল হাসান, দৌলতপুরের ম্যানেজার শামীম হোসেন,সার্ভিস সেন্টার ম্যানেজার শান্তনু মল্লিকসহ খুলনা জোনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।