খুলনার ভৈরব নদ থেকে চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার
খুলনার ভৈরব নদ থেকে চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার
খুলনা ব্যুরো
খুলনার ভৈরব নদের চরেরহাট থেকে ভাসমান অবস্থায় এক চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরের দিকে খালিশপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। চীনা প্রকৌশলীর নাম ওয়াং সিয়াও খুই (৪৪)।
তিনি খালিশপুরে খুলনার নিউজপ্রিন্ট মিল অভ্যন্তরে নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। খালিশপুর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) নিমাই মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ ও খালিশপুর থানা পুলিশ ইঞ্জিন চালিত একটি নৌকায় চড়েরহাট ঘাট থেকে লাশটি উদ্ধার করে।
পাওয়ার প্লান্টের লোকজনের সাথে কথা বলে জানা যায়, প্রকৌশলী ওয়াং সিয়াও খুই খলিশপুর পাওয়ার প্লান্ট হাউসে ছয় মাস যাবৎ কর্মরত আছেন। তিনি গত ৬ ফেব্রুয়ারি থেকে চায়না কোম্পানি সানডং সংলং সান হুই ইলেকট্রিক্যাল কোম্পানিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।তিনি প্লান্টের ভিতরেই থাকতেন। ২৪ আগস্ট সকালে তিনি মর্নিং ওয়ার্ক এবং চুল কাটার জন্য বের হন। তার পর থেকে নিখোঁজ হয়ে যান। এ ঘটনার পরদিন ২৫ আগস্ট এ বিষয়ে খালিশপুর থানায় একটি জিডি করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয় লোকজন শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে কীভাবে ওই প্রকৌশলীর মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি খুলনা মহানগর পুলিশের এই কর্মকর্তা।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গিয়াস জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কোম্পানি থেকে চুল কাটার জন্য বের হয়ে তিনি আর ফিরে যাননি। এ নিয়ে শুক্রবার সংশ্লিষ্ট থানায় একটি জিডিও করা হয়েছে। তবে কি কারণে তিনি মারা গেছেন এটি এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে স্পষ্ট নয়। প্রকৃত ঘটনা জানতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে তিনি জানান।