খুমেকের শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে খুলে দেওয়া হয়েছে মেডিক্যাল কলেজ

খুলে দেওয়া হয়েছে মেডিক্যাল কলেজ ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন কক্ষের তালা

খুমেকের শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে

# খুলে দেওয়া হয়েছে মেডিক্যাল কলেজ ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন কক্ষের তালা

খুলনা ব্যুরো

তিন দফা দাবিতে আন্দোলনরত খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন। শনিবার বেলা ১১টার দিকে মেডিক্যাল কলেজ ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন কক্ষের তালা খুলে দিয়ে তারা ক্লাসে যোগ দেন। এর আগে গত বুধবার থেকে তিন দফা দাবিতে কক্ষগুলো তালাবদ্ধ করেছিল শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে ছিল খুমেক শিক্ষার্থী হাসান ফেরদৌসের ওপর হামলাকারীদের গ্রেফতার, মেডিক্যাল কলেজ হাসপাতালে দুটি মডেল ফার্মেসি ও পুলিশ ফাঁড়ি স্থাপন।

সংশ্লিষ্টরা জানান, গত সোমবার রাতে খুলনা মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী সহপাঠীদের নিয়ে মেডিসিন কর্নার নামে হাসপাতালের সামনের একটি দোকানে ওষুধ কিনতে যান। সেখানে ওষুধের দাম নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিত-া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।  খবর পেয়ে নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জেরে হামলাকারীদের গ্রেফতার, মেডিক্যাল কলেজ হাসপাতালে দুটি মডেল ফার্মেসি ও পুলিশ ফাঁড়ি স্থাপনসহ তিন দফা দাবিতে গত বুধবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

শিক্ষার্থী জানান, উক্ত দাবিগুলো বাস্তবায়ন হওয়ায় তারা শনিবার সকালে মেডিক্যাল কলেজ ভবনের প্রধান ফটকসহ ৫টি কক্ষের তালা খুলে দিয়ে ক্লাসে ফিরেছেন।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ জানান, শিক্ষার্থীদের দাবি অনেকটাই বাস্তবায়ন হয়েছে। মডেল ফার্মেসির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। হামলাকারীদের কয়েকজন গ্রেফতার হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন হবে। 

উল্লেখ্য, এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েলের মধ্যস্ততায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মবিরতি পালনরত ইন্টার্ন চিকিৎসকরা ও ধর্মঘট পালনকারী ওষুধ ব্যবসায়ীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।

#