খুলনা মহানগর যুবলীগের শোক দিবসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন
শোক দিবসে দিনব্যাপী খুলনা মহানগর যুবলীগের বিভিন্ন কর্মসূচি পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর যুবলীগ। সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন ও কালো ব্যাচ ধারনের মধ্যে দিয়ে কর্মসূচির শুরু করেন মহাগনর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। এরপর খুলনা জেলা প্রশাষকের কার্যালয়ে অবস্থিত হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করে খুলনা মহানগর যুবলীগ। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড. আইযুব আলী, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মুন্সি মোঃ মাহাবুব আলম সোহাগ, ফারুখ হাসান হিটলু, এ্যাড. সাইফুল ইসলাম, খুলনা মহানগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, এ্যাড. আলামিন উকিল, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্সাল, মহিদুল ইসলাম মিলন, সওকাত হোসেন, মশিউর রহমান সুমন, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, মাসুম উর রশিদ, সবুজ হাজরা, মহানগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, সোহান হোসেন শাওন, আসিফ আলম খান অভি সহ দলের বিভিন্ন পর্যারে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া খুলনা মহানগর যুবলীগের œ নেতৃবৃন্দ ও বিভিন ইউনিটে দিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, কোরআন খতম, বৃক্ষরোপন, খাদ্য বিতরন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।