তানজীমুল উম্মাহ মাদরাসা খুলনাশাখার বার্ষিক পুরস্কার বিতরণ
তানজীমুল উম্মাহ মাদরাসা খুলনা
শাখার বার্ষিক পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, খুলন
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখার উদ্যোগে প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই শনিবার নগরীর তালুকদার কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদরাসা বোর্ডের সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষা এবং বিশ্ব হিফয প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অধিকারী মেধাবি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার-২০২৩ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের অতিথি ও শিক্ষক, অভিভাবক এবং স্টাফদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ৮টায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আলেমেদ্বীন খুলনা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেয মাওলানা আ খ ম জাকারিয়া এবং বেলা ১১ টায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর খুলনা জোন ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।
অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন কষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর হাফেয ড. আমিনুল ইসলাম, স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, অর্থসহ কুরআন তেলাওয়াত করেন এমদাদুল হক জায়েদ; শায়ান; মুনজির; জুবায়ের আল কাফি; তাসনিম হুমায়রা, আরবি বক্তৃতা করেন তাশরিফ আহমেদ, ইংরেজী বক্তৃতা করেন আদরিয়ান রহমান, আবৃত্তি করেন শেখ তাওহিদ ইসলাম, হামদে বারীতা’য়ালা পরিবেশন করেন আব্দুল্লাহ আল নোমান, দেশের গান পরিবেশন করেন নোমান; মুনতাসির; হামিম; নাঈম ইসলাম; আশোয়ার; জুবায়ের আল কাফি; এমদাদুল হক জায়েদ, দলীয় গান পরিবেশন করেন আকসা; আদিবা; তানজিলা; জারা; নাজিফা নূর; তাসনিম হুমায়রা।
দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন নিরালা জনকল্যাণ সমিতির সেক্রেটারি আবেদ আলী, স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখাসমূহের পরিচালনা কমিটির সদস্য কাজি আব্দুল্লাহ আল ফারুক, কুরআন তেলাওয়াত করেন আলিফ হোসেন শান্ত; খন্দকার আরহাম; আব্দুল্লাহ মুহসিন জামিল, হামদে বারীতা’য়ালা পরিবেশন করেন মুনতাহা, দেশের গান পরিবেশন করেন আমাতুল্লাহ ইলিসাবাত, কবিতা আবৃত্তি করেন তাবাচ্ছুম চৌধুরী হৃদিতা, একক গান পরিবেশন করেন আরিনা আনহা, ইসলামী গান পরিবেশন করেন মাহিরা; সাবিহা; আমাতুল্লাহ; আনহা; মুনতাহা; মিনহাজ; আ. নোমান; ওয়েসুর; বাকি; রেদওয়ান; জাহেদ ওলি, মায়ের গান পরিবেশন করেন মুনতাহা, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হুমায়রা; নুসাইবা; ফালাক; জাইফা; নামিরা; মুমতাহিনা; হৃদিতা। এতে বক্তব্য দেন আব্দুল মমিন, আরিফুল ইসলাম ভুইয়া, আরিফুল্লাহ, আজমল হোসাইন, আব্দুস শাকুর ও হাফেয ইমরান খালিদ প্রমুখ। অনুুষ্ঠানের ফাঁকে ফাঁকে মাদরাসার শিশু-কিশোর শিক্ষার্থীদের পরিবেশনায় কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, বাংলা, আরবী, ইংরেজী বক্তব্য ও কবিতা আবৃত্তি উপস্থিত শ্রোতাদেরকে মুগ্ধ করে। অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সমাজ সেবক, রাজনীতিবিদ, প্রশাসনিক ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। খাবার বিতরণ ও দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। #