পি,এস,জিতে যোগদিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার লুকা এরনঁদেজ

নতুন মৌসুম সামনে রেখে ঠিকানা বদল করলেন লুকা এরনঁদেজ। পাঁচ বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখ ছেড়ে পিএসজিতে যোগ দিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডার।

বিবৃতি দিয়ে রোববার খবরটি জানায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ট্রান্সফার ফি নিয়ে অবশ্য কিছু জানায়নি তারা।

তবে ফরাসি সংবাদমাধ্যমের খবর, ২৭ বছর বয়সী এরনঁদেজকে দলে টানতে পিএসজিকে ৪ কোটি ইউরো গুনতে হয়েছে। বোনাসসহ অঙ্কটা বাড়তে পারে আরও।

বায়ার্নে যোগ দেওয়ার আগে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে ছিলেন এরনঁদেজ। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, এখনকার ট্রান্সফার ফি থেকে আতলেতিকোও পাবে একটি অংশ।

২০১৯ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ১০৭টি ম্যাচ খেলেছেন এরনঁদেজ। তবে চোটের কারণে গত মৌসুমে বুন্ডেসলিগায় মাত্র ৭টি ম্যাচ খেলতে পারেন তিনি। কাতার বিশ্বকাপে ফ্রান্সের প্রথম ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান অভিজ্ঞ এই ফুটবলার।

লুইস এনরিকে পিএসজির কোচ হওয়ার পর পঞ্চম খেলোয়াড় হিসেবে এরনঁদেজকে দলে টানল পিএসজি।