সেরে উঠতে দুই সপ্তাহ লাগবে

হাঁটুর চোটে টি-টোয়েন্টি সিরিজও শেষ ইবাদতের

সেরে উঠতে দুই সপ্তাহ লাগবে

হাঁটুর চোটে টি-টোয়েন্টি সিরিজও শেষ ইবাদতের

শনিবারের ম্যাচে নিজের শেষ ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে বিপত্তিতে পড়েন ইবাদত। রান আপে ছুটে যাওয়ার সময় আম্পায়ারের সঙ্গে লেগে যায় তার ডান হাতের কনুই।

সঙ্গে সঙ্গে থমকে যান তিনি এবং ভারসাম্য হারিয়ে পড়ে যান পিচের ওপরেই। শুরুতে হাঁটুতে হাত দিয়ে বসে থাকেন। কিছুক্ষণ পর ফিজিওর পাশে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে মাঠ ছাড়েন তিনি।

সিরিজের প্রথম ম্যাচটিতে দলে ছিলেন না ইবাদত। দ্বিতীয়টিতে দলে ফিরে ৯.২ ওভারে ৬১ রান খরচায় নেন রহমত শাহর উইকেট।