বৃষ্টি উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লির সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করলেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান

মাগুরা: মাগুরায় বৃষ্টি উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লির সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করলেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।  

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল পৌনে ৮টায় শহরের নোমানী ময়দান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন সাকিব আল হাসান।

এসময় নামাজ পড়েন- মাগুরা -১ আসনের সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মৌশিউদৌল্লা রেজা, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।  

এ সময় সাবিকের সঙ্গে তার বাবা মাশরুর রেজা কুটিলসহ সর্বস্তরের জনগণ ঈদুল আজহার নামাজ আদায় করেন।

নামাজ ও মোনাজাত শেষে ক্রিকেটার সাকিব আল হাসান সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশ ও দেশের বাইরেও যারা আছে তাদের ঈদটা সুন্দর কাটুক, পরিবারের সঙ্গে কাটুক আপনারা সব সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবেন এবং বাংলাদেশ ক্রিকেটার জন্য দোয়া করবেন।