চুরির অভিযোগে নির্যাতনে মাইক্রোবাস চালক নিহত, ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে মামলা; গ্রেফতার ২

IMG-20251221-WA0013


আরমান হোসেন রাজু,
বিশেষ প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে টাকা চুরির অভিযোগ তুলে নির্যাতনের মাধ্যমে এক মাইক্রোবাস চালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
নিহত মাইক্রোবাস চালকের নাম সুজন মন্ডল (৩০)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া পুকুরপাড় গ্রামের বাসিন্দা এবং ওসমান আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাকুরডাড়িয়া গ্রামে নিহত সুজন মন্ডলকে তার খালু আব্দুল কুদ্দুসের বাড়িতে টাকা চুরির অভিযোগে মারধর করা হয়। পরে গোপীনাথপুর ইউনিয়নের ইউপি সদস্য সেলিম হোসেন জিজ্ঞাসাবাদের নামে তাকে কাশিড়া বাজার হাট অফিসে নিয়ে যান। সেখানে তাকে সারারাত দফায় দফায় নির্যাতন করা হয় বলে অভিযোগ।
পরদিন সকালে কাশিড়া বাজার হাট অফিস এলাকায় তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মারুফা আক্তার বৃহস্পতিবার আক্কেলপুর থানায় ইউপি সদস্য সেলিম হোসেনসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল কুদ্দুস (৪৫) ও তার স্ত্রী সোনা ভানু (৩০)—উভয়কে গ্রেফতার করে। তারা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাকুরডাড়িয়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।