লালমনিরহাটে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ, গাঁজা ও গরু আটক
জেলা প্রতিনিধি, লালমনিরহাট
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ, গাঁজা এবং গরু আটক করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
শনিবার (২০ ডিসেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৫ বিজিবি এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ ইস্কাপ সিরাপ, গাঁজা এবং চোরাই পথে আনা গরু আটক করা হয়।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ১৫ বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন সুশীল সমাজের জনগন আবারো জেগে উঠুন।
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। সুন্দর ভয়হীন নিরাপদ একটি দেশ গড়ে তুলতে পুলিশ বাহিনী কে সহায়তা করুন। যেই কোনও প্রয়োজনে সরকারি সেবা নিন ৯৯৯ য়ে কল করুন।
