হা‌দি হত্যার প্র‌তিবা‌দে বিক্ষুদ্ধ ঝিনাইদহহামলা ভাংচুর অ‌গ্নিসং‌যোগ

IMG-20251220-WA0001

    মোঃ আবু সাইদ শওকত আলী,
            খুলনা বিভাগীয় প্রধানঃ

ইন‌কিলাব ম‌ঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হা‌দি‌কে হত্যাকা‌ন্ডের প্র‌তিবা‌দে ঝিনাইদহে ছাত্রজনতা পৃথক তিনটি স্থা‌নে ভাংচুর ও অ‌গ্নিসং‌যোগ ক‌রে‌ছে।

ঘটনার প্র‌তিবা‌দে ছাত্রজনতা রাত বা‌রোটার পর থেকে ঝিনাইদহ শহ‌রের পায়রা চত্ত্ব‌রে এক‌ত্রিত হ‌য়ে বি‌ক্ষোভ মি‌ছিল বের ক‌রে। মি‌ছিল‌টি শহ‌রের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন ক‌রে। এসময় ছাত্রজনতা ফ্যা‌সিবাদ বি‌রোধী শ্লোগান দেয়। এত পর্যা‌য়ে ছাত্রজনতা ঝিনাইদহ জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি ও সা‌বেক জেলা প‌রিষদ চেয়ারম্যান কনক কা‌ন্তি দা‌সের বাসভ‌ব‌নে হামলা চা‌লি‌য়ে ভাংচুর ও অ‌গ্নিসং‌যোগ ক‌রে। প‌রে তারা ঝিনাইদহ শহ‌রের শে‌র ই বাংলা সড়‌কস্থ ব্রি‌টিশ আমে‌রিকান ট্যোবা‌কো অ‌ফি‌সে হামলা ও ভাংচুর ক‌রে। প্র‌তিষ্ঠান‌টির স্থানীয় ডিলার সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মাসুম। এছাড়া ছাত্রজনতা জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক সাইদুল ক‌রিম মিন্টুর বাসভব‌নে হামলা ও ভাংচুর চালায়। ঝিনাইদহ শহ‌রে সেনাবা‌হিনী ও অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।