নয়া যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে ভোলাহাট প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত!
এস. এম. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সাথে ভোলাহাট প্রেসক্লাবের সদনস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠান বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নয়া যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ তার আলাপচারিতায় উপজেলার সকল সাংবাদিকদের সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয়ে তিনি উপজেলার বিভিন্ন সমস্যা, রাস্তাঘাট-ড্রেনসহ মাদকদ্রব্য বিষয় নিয়ে ইউএনও সাংবাদিকদের সাথে খোলামেলা আলাপ করেন।
তিনি বলেন আমি যতদিন এই উপজেলায় আছি, আপনাদের সাথে এবং উপজেলার সকলস্তরের মানুষের সাথে মিলেমিশে কাজ করতে চাই। আমি এর আগে যে উপজেলায় ছিলাম, সেখানেও সকলের সাথে স্যেহার্দপূর্ণ আচরণ করে উপজেলার সার্বিক কাজ করেছি এবং এখানেও তা বলবদ রেখে কাজ করতে চাই। সে জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় সাংবাদিকদের মধ্যে ভোলাহাট প্রেসক্লার প্রতিষ্ঠালগ্ন সাবেক সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম রাব্বি (দৈনিক আমার সংগ্রাম ও সোনামসজিদ), সহসভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফ (দৈনিক সংবাদ ও সময়ের কথা), সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির (দৈনিক বার্তা ও সময়ের আলো), সাবেক সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদ সম্পাদক মোঃ গোলাম কবির পিকু, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা মুক্তা (দৈনিক বঙ্গ সংবাদ), যুগ্ম সম্পাদক মোঃ আলী হায়দার রুমন (দৈনিক আমার দেশ), বিএম রুবেল আহমেদ (দৈনিক সোনার দেশ ও দর্পণ), মোঃ জামিল হোসেন (দৈনিক সংগ্রাম), সাংবাদিক ডাঃ মোঃ ইসমাইল হোসেন (দৈনিক আমার সংবাদ), মোঃ আমিনুল ইসলাম (দৈনিক খবরের ডাক), মোঃ ইয়াকুব আলী (দৈনিক বঙ্গ সংবাদ ও বিডি নিউজ), মোঃ ওমর ফারুক ( দৈনিক মুক্তখবর) ও ইউএনও সিএ মোঃ আব্দুল মোত্তালেব।
তিনি গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি টাঙ্গাইল জেলার ধনপাড়ায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। উক্ত তারিখ ভোলাহাটে যোগদান করেন।
