নলডাঙ্গায় জমি দখলকে কেন্দ্র করে হামলার প্রতিবাদে ও অরাধীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
মনিরুল ইসলাম,
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় জমি দখল কেন্দ্র করে হামলার প্রতিবাদে ও হামলার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে খোলাবাড়িয়া গ্রামবাসী।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার খোলাবাড়িয়া মাঠে এ মানববন্ধন কমসূচি হয়।মানববন্ধনে শত শত নারী পুরুষ ও সাধারন গ্রামবাসী অংশগ্রহন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,বেগ সামসুজ্জামান নাহিয়ান জান্টু,ওমর ফারুক,জয়েন প্রামনিক,মহাতাব বেগ,মামুনুর রশিদ,ময়না বেগম ও আনোয়ারা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করেন,গত ১৫ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলার খোলাবাড়িয়া গ্রামের মোফাজ্জেল বেগের ২ একর ৬৬ শতক জমি ও পুকুর ৫০-৬০ বছর ধরে ভোগদখল করে আসছিল।এ জমি ও পুকুর দখল নিতে একই গ্রামের প্রতিপক্ষ আব্দুল মজিদ,ভুট্রু,আতিকুল,আলতাব ও সবুজ লাঠিসোটা,দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলা করে।হামলায় মোফাজ্জেল বেগের দুই ছেলে বেগ সামসুজ্জামান নাহিয়ান জান্টু (৩৯) ও আসাদুল ইসলাম (৩২) নারীসহ ৬-৭ জন কে পিঠিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। গুরুতর আহত দের নাটোর সদর হাসপাতালে ও রাজশাহী মেডিকেলে ভর্তি করে।এ ঘটনার রাতেই ভুক্তভোগিদের পিতা মোফাজ্জেল বেগ বাদী হয়ে হামলাকারী ৫ জন কে আসামী করে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
মানববন্ধনে খোলাবাড়িয়া গ্রামবাসী হামলার প্রতিবাদ জানিয়ে হামলার সাথে জরিত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে বিচার দাবী করেন।
এ ঘটনায় জড়িত প্রতিপক্ষ আব্দুল ও আতিকুলের সাথে মোবাইলে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নলডাঙ্গা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা সাকিউল আযম বলেন,গত সোমবার বিকালে খোলাবাড়িয়া গ্রামে জমি দখল নিয়ে বিরোধের ঘটনায় ৫ জন কে আসামী করে মামলা দায়ের করেছে মোফাজ্জেল বেগ।এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
