দৈনিক সবুজ বাংলা পত্রিকা ৩য় বর্ষে পদার্পণ

IMG-20251217-WA0025

মোঃ আবু সাইদ শওকত আলী,
       খুলনা বিভাগীয় প্রধানঃ

নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়ে “দৈনিক সবুজ বাংলা” পত্রিকা ৩য় বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় মনিরামপুর প্রেসক্লাব কক্ষে কেক কাটা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ক্ষুদ্র অনুষ্ঠানে  স্টাফ রিপোর্টার মাল্টিমিডিয়া তাজউদ্দীন আহম্মেদ বাঁধন মনিরামপুর প্রতিনিধির আয়োজনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ লিটনসহ অন্যান্য সাংবাদিকরা।

এ সময় তাজউদ্দীন আহম্মেদ বাঁধন বলেন,  সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকারের ধারাবাহিকতায় এই বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে।