মোড়লগঞ্জে রিটায়ার্ড ফোর্সেস এসোসিয়েশ (রাফা ) কর্তৃক যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস ২০২৫ উদযাপিত
মোঃ ফিরোজ আহমেদ,মোড়লগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জে রিটায়ার্ড আর্ম ফোর্সেস এসোসিয়েশন (রাফা) কর্তৃক মহান বিজয় দিবস – ২০২৫ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে পালিত হয় ।
(১৬ ডিসেম্বর ) মঙ্গলবার সকাল ৭ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গন এর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পনের ও শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ) মোঃ ফরহাদ হোসেন সিকদার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ রুস্তম আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ সাইদুর রহমান, ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ আমিনুল ইসলাম, সার্জেন্ট (অবঃ) মোঃ নুরুল ইসলাম, সার্জেন্ট (অবঃ) মোঃ ফিরোজ আহমেদ, সার্জেন্ট (অবঃ) মোঃ লোকমান হোসাইন, সার্জেন্ট (অবঃ) মোঃ কাজী কবির, সার্জেন্ট (অবঃ) মোঃ মুজিবুর রহমান, সার্জেন্ট (অবঃ) মোঃ কামরুল হোসেন, কর্পোরাল (অবঃ) মোঃ আব্বাস আলী, লান্স কর্পোরাল (অবঃ) মোঃ গিয়াস উদ্দিন মৃধা প্রমুখ।
দ্বিতীয় পর্বে বাশ গাড়ি রিটার্ড আর্মস ফোর্সেস এসোসিয়েশন (রাফা) সংগঠনের অস্থায়ী কার্যালয় সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতিসহ অন্যান্য সদস্যগণ।
সভাপতি মহোদয় সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।
