ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের নাশকতা বিরোধী কঠোর অবস্থান: ২৩টি চেকপোস্টে ব্যাপক তল্লাশি, ২১টি গাড়ি আটক
মোঃ জানে আলম রনি,ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া, ১৪ডিসেম্বর ২০২৫ ইং সম্ভাব্য নাশকতা রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ আজ একযোগে জেলার ২৩টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি ও নজরদারি চালিয়েছে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২১টি যানবাহন আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল অপরাধ দমন, সড়কে নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখা।
চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ এবং রুট পারমিটের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র যাচাই করা হয়। এই সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২৩টি প্রসিকিউশন দাখিল করা হয়। এছাড়া, বৈধ কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে ব্যর্থ হওয়ায় ২১টি গাড়ি আটক করে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন অমান্যকারীদের শনাক্ত করা, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র এবং যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে এই নজরদারি জোরদার করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এই অভিযানের মাধ্যমে জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
