জেলা ও জাতীয় পর্যায়ে চমক সৃষ্টি করলো ইক্বরা ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা: একাধিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য পদক জয়

IMG-20251213-WA0019

মোঃ জানে আলম রনি,রাহ্মণবাড়িয়াঃ
জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা ইন্টারন্যাশনাল মডেল মাদরাসার শিক্ষার্থীরা সম্প্রতি জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন হিফজুল কোরআন প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একাধিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের পাশাপাশি স্বর্ণ ও রৌপ্য পদক এবং অন্যান্য মূল্যবান পুরস্কার জিতে মাদরাসার সুনাম বৃদ্ধি করেছে এই কৃতি শিক্ষার্থীরা।

গত ১০/১২/২০২৫ তারিখে ইসলামিক রিসার্চ সেন্টার বাইতুর রাসূল (সাঃ) আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ইক্বরা ইন্টারন্যাশনাল মডেল মাদরাসার শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী একটি ওয়াশিং মেশিন পুরস্কার লাভ করে। এছাড়াও, মাদরাসার আরেক শিক্ষার্থী তৃতীয় স্থান অধিকার করে একটি রাইস কুকার এবং ষষ্ঠ স্থান অর্জনকারী একটি ক্রেস্ট অ্যাওয়ার্ড সহ আরও বেশ কিছু পুরস্কার জিতে নেয়।

এর আগে, গত ২০/১১/২০২৫ তারিখে আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় ইক্বরা ইন্টারন্যাশনাল মডেল মাদরাসা, কলেজ রোডের শিক্ষার্থীরা এক অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে। শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ স্থান সহ মোট ৯টি পুরস্কার অর্জন করে সারা জেলায় আলোড়ন সৃষ্টি করে।

হিফজুল কোরআন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে এই সাফল্য অর্জনের মাধ্যমে ইক্বরা ইন্টারন্যাশনাল মডেল মাদরাসার মেধাবী শিক্ষার্থীরা মাদরাসার জন্য প্রভূত সম্মান বয়ে এনেছে। তাদের এই অর্জন নিঃসন্দেহে অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রেরণা যোগাবে।

যোগাযোগ:
ইক্বরা ইন্টারন্যাশনাল মডেল মাদরাসা
কলেজ রোড, ব্রাহ্মণবাড়িয়া
প্রতিষ্ঠাতা পরিচালক: হাফেজ মাওলানা রবিউল্লাহ শহরী
মোবাইল: ০১৭১২৯৮২০৪৭, ০১৭৫৩৬৪০৭১০

মোঃ হেদায়েত উল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাডিয়া টিভি নিউজ।