মহেশপুরে লীজ নেওয়া জমির শতাধিক কলার কাঁন্দি কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা

IMG-20251213-WA0003

মোঃ আবু সাইদ শওকত আলী,
        খুলনা বিভাগীয় প্রধানঃ

ঝিনাইদহ মহেশপুর উপজেলার ৪নং স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার রাতের আধারে দুর্বৃত্তদের তাণ্ডবে শতাধিক কলার কাঁন্দি কেটে নষ্ট করার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুসুমপুর গ্রামের ব্যবসায়ী হারুন অর-রশিদ ও তার ব্যবসায়ী সহযোগীরা পার্শ্ববর্তী পেপুলবাড়ীয়া গ্রামের শাজাহান মিয়ার কাছ থেকে এক বিঘা জমির কলা বাগান ক্রয় করে নিয়মিত পরিচর্যা করে আসছিল। বৃহস্পতিবার রাতে পূর্বশত্রুতা বশত অজ্ঞাত দুর্বৃত্তরা পরিপূর্ণ ও পরিপক্ব হওয়ার আগেই বাগানের শতাধিক কলার কাঁন্দি কেটে নষ্ট করে দিয়েছে। এই ঘটনায় ঐ ব্যবসায়ীর আনুমানিক প্রায় ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো। 

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, ভুক্তভোগী হারুন অর রশিদ ও স্থানীয় এলাকাবাসি।