দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার গ্রামের কাগজের ফয়সল ও শিমুল, গোটা পত্রিকা জুড়ে খুশি

IMG-20251211-WA0001

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫-এ এবার আঞ্চলিক সংবাদপত্র বিভাগে বিজয়ী হয়েছেন যশোরের দৈনিক গ্রামের কাগজের জ্যেষ্ঠ নিজস্ব প্রতিবেদক ফয়সল ইসলাম এবং একই পত্রিকার নিজস্ব প্রতিবেদক আশিকুর রহমান শিমুল। ফয়সল ইসলাম ও আশিকুর রহমান শিমুল ১১-১৩ ডিসেম্বর ২০২৪-এ প্রকাশিত ‘মিনি মেডিকেল কলেজের শহর যশোর’ প্রধান শিরোনামে প্রকাশিত তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য এই পুরস্কার অর্জন করেছেন।

‘ভুয়া প্রতিষ্ঠানের সনদ কিনে ডাক্তার-নার্স!’ ‘স্রেফ চাপাবাজিতেই চলছে ব্যবসা’ এবং ‘অবৈধ প্রতিষ্ঠান চলছে বছরের পর বছর, খোঁজ রাখে না কেউই’ শিরোনামে তিন পর্বে যশোরের স্বাস্থ্যসেবাখাতে ভুয়া ডাক্তার ও নার্স তৈরিতে কিভাবে বিভিন্ন চক্র কাজ করছে, ভুয়া ও চটকদার বিজ্ঞাপন দিয়ে কিভাবে শিক্ষার্থী ভর্তি করে তাদের নামমাত্র কিছু বিষয় পড়িয়ে তারপর সার্টিফিকেট দিয়ে বিভিন্ন চিকিৎসালয়ে যুক্ত করছে, সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে তুলে ধরেন। এসব প্রতিষ্ঠান বছরের পর বছর চললেও সরকারি তদারকি কোনো প্রতিষ্ঠান তাদের কোনো খোঁজ বা নজরদারির আওতার না আনার বিষয়টিও প্রতিবেদনগুলোতে তুলে ধরা হয়।