কেন্দুয়ার বিদ্যাবল্লভ বাজারে গাছ চুরির চেষ্টা
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাভল্লব স্কুল ও বাজারের পাশে গত তিন মাস আগে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে বিদ্যাবল্লভ বাজার সংলগ্ন জনগণের চলাচলের সুবিধার জন্য কিছু মৃত গাছ কাটা হয় জানিয়েছেন বাজারের সভাপতি হুমায়ূন কবির হলুদ।
তিনি আরো জানান- কাটা গাছের টুকরোগুলি রাস্তার পাশেই ফেলে রাখা হয়েছিল।
গত রাতে ০৯/১২/ ডিসেম্বর আনুমানিক রাত ২:৩০ ঘটিকার সময় সংঘবদ্ধ চোরেরা এই ফেলা/রাখা গাছগুলির মধ্যে থেকে একটি গাছের গুড়ি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিদ্যাবল্লভ বাজারের (ভারপ্রাপ্ত) নৈশপ্রহরী (পাহারাদার)গণ বিষয়টি লক্ষ্য করেন এবং চোরদের আটক করার চেষ্টা করেন।
পাহারাদারদের তাড়া খেয়ে চোরের দল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, পাহারাদাররা টর্চ লাইটের আলোয় তাদের একজনকে সনাক্ত করে।
সনাক্তকৃত ব্যক্তির নাম হলো স্বপন (৩৫), পিতা: মৃত আব্দুল গফুর, গ্রাম: বিদ্যাবল্লভ। তিনি এই বাজারের ব্যবসায়ী।
চুর
