ঝিনাইদহে ৫দিন ধরে মাদ্রাসা ছাত্রনিখোঁজ শিক্ষক ও পরিবার উদ্বিগ্ন
মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
রিয়াদুল জান্নাত আদর্শ দাখিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ছাত্র তাসিম হাসানকে পাওয়া যাচ্ছে না। ২৬ নভেম্বর বিকাল ৩টার দিকে সে মাদ্রাসা থেকে বেরিয়ে বাসা কিংবা মাদ্রাসায় ফিরে আসেনি।
মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে তাসিম হাসান দ্রুত রুম থেকে বের হয়ে নিচে নেমে আসে এবং মাদ্রাসার ড্রেস পরিবর্তন করে একটি হুডি গেঞ্জি পরিধান করে চলে যাচ্ছে। তাসিম হামদহ মোল্লাপাড়ার মুস্তাফিজুর রহমান টুলুর ছেলে। তার বয়স আনুমানিক ১২/১৩ বছর। তাসিমের গায়ের রং শ্যামলা।
মাদ্রাসার হাফেজ শিক্ষক মোঃ বিল্লাল হোসেন জানান, গত বুধবার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য দুপুরে মাদ্রাসা থেকে বের হয়। কিন্তু সে বাড়িতে যায়নি আবার খালার বাড়িতেও যায়নি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন তবে খোজ পেয়ে থাকেন তবে ০১৯৮৮৪১৪৫৪১ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
