বাংলাদেশ পুলিশ টুরিজম বোর্ডের মাঝে একমত বিনিময় সভা অনুষ্ঠিত।

IMG-20251128-WA0032

বিশেষ প্রতিনিধিঃ

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার মিনি কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান,বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) এর সভাপতিত্বে ট্যুরিস্ট পুলিশ এবং মিজ নুজহাত ইয়াসমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর নেতৃত্বে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ রুহুল আমিন ,বিপিএম ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ, জনাব বিধান ত্রিপুরা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম বিভাগ এবং জনাব ডা: মোঃ এমদাদুল হক, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, খুলনা- বরিশাল বিভাগ। এছাড়াও ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স এর উর্ধ্বতন অফিসারবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পারষ্পারিক সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।