ঠাকুরগাঁওয়ে রুহিয়া আজাদ মেলা-২০২৫ বিভিন্ন খাতের নিলাম সম্পন্ন

IMG-20251128-WA0030

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যের ৬৬তম রুহিয়া আজাদ মেলা-২০২৫ এর বিভিন্ন খাতের নিলাম। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রুহিয়া প্রগতি সংঘ ক্লাব মাঠে অনুষ্ঠিত এ নিলামকে ঘিরে ছিল উৎসবের আমেজ। ছাগলহাটি, গরুহাটি, পাখিহাটি, ভীতরা পট্টি, ধানহাটি, বাইসাইকেল-ভ্যান ক্রয়-বিক্রয় হাটি, মোটরসাইকেল ও ভ্যান গাড়ির গ্যারেজসহ নানা খাতে স্থানীয় অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক প্রতিযোগিতা দেখা যায়। ছাগলহাটিতে নিলামের অংশ নেন, মাসুদ পারভেজ, বাবু, আফজাল আলী, ওয়াদুদ, বকুল ও মানিক। মেলা কমিটির নিয়ম অনুসারে নির্ধারিত নিলাম মূল্য ধরা হয় ৩৬,৫০০ টাকা। প্রতিযোগিতার পর চূড়ান্ত দর দাঁড়ায় ৪৭,৫০০ টাকা। গরুহাটিতে নিলামের অংশ নেন, মাসুদ পারভেজ, আলম, বাবু ও ওয়াদুদ। মেলা কমিটির নিয়ম অনুসারে নির্ধারিত নিলাম মূল্য ছিল ৩৮,০০০ টাকা। সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩৮,৫০০ টাকায় নিলামটি জয় করেন মাসুদ পারভেজ। পাখিহাটিতে নিলামের অংশগ্রহণ করেন বাবুল, অলিওর, মানিক, জাহিরুল ইসলাম ও খাসিউল। এখানকার সর্বনিম্ন ডাক ছিল ৫,৮০০ টাকা। প্রতিযোগিতার শেষে ৭,৪০০ টাকায় নিলাম জিতে নেন জাহিরুল ইসলাম। ভীতরাপট্টিতে নিলামের অংশ নেন আবু সাঈদ, ওয়াদুদ, মালেক, মানিক ও মাসুদ অংশ নেন। এখানে সর্বনিম্ন ডাক ছিল ৪০,০০০ টাকা। শেষ পর্যন্ত ৪১,৫০০ টাকায় নিলামটি জিতে নেন আবু সাঈদ। বাইসাইকেল ও ভ্যান গাড়ির হাটি ক্রয়-বিক্রয় নিলামের এই খাতে বুলবুল ও মানিক অংশ নেন। সর্বনিম্ন ডাক ছিল ৪,০০০ টাকা। ৪,২০০ টাকায় নিলামটি জিতে নেন বুলবুল। ধানহাটিতে অংশগ্রহণ করেন, হুমায়ুন কবীর, বাবু, আমিন, ওয়াদুদ, মজিবর রহমান মজিদ ও মাসুদ রানা। ন্যূনতম মূল্য ছিল ২৭,৫০০ টাকা। শেষ পর্যন্ত ২৮,৫০০ টাকায় নিলামটি জিতে নেন আমিন।আসবাবপত্র নিলামের এই খাতে অংশ নেন, আবু, বাবু, বিপ্লব, হুমায়ুন ও সাদেকুল। ন্যূনতম ডাক ছিল ২৫,০০০ টাকা। মোটরসাইকেল ও ভ্যান গাড়ির গ্যারেজ নিলামে নির্ধারিত শর্ত অনুযায়ী ১,৫০,০০০ টাকা দর দিয়ে নিলামটি জিতে নেন মাসুদ পারভেজ। মেলার সকল নিলাম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা উৎসবমুখর পরিবেশে কার্যক্রমে অংশগ্রহণ করেন। রুহিয়া আজাদ মেলা–২০২৫ কে ঘিরে এলাকাজুড়ে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।