ভোলাহাটে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত!!

IMG-20251128-WA0028

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

কেন্দ্রীয় কমিটির কর্মসূচী হিসেবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভোলাহাট উপজেলা বিএনপি আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় তাদের নিজস্ব কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সহঃ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ কামাল হোসেন, সাবেক ইউপি সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজুসহ অন্যরা।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিলের আলোচনা সভা শেষে অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য স্থানীয় বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীগণ তাদের প্রিয়মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।

দোয়া মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের রাধানগর কলোনী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুস সালাম।