যশোরে মাছের ঘেরমালিককে গুলি করে হত্যা
যশোরের অভয়নগর উপজেলায় একটি মাছের ঘেরের মালিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুব্রত মণ্ডল (৫০)। তিনি অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের দামুখালী গ্রামের অনাদী মণ্ডলের ছেলে। পায়রা ইউনিয়নে তাঁর একাধিক মাছের ঘের ও উপজেলার ভবদহ বাজারে একটি মাছের আড়ত রয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ১২ মে অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের দত্তগাতী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খন্দকার রকিবুল ইসলামকে (৪০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রকিবুলের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সুব্রত মণ্ডলকে আটক করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে সুব্রত মণ্ডল দামুখালী গ্রামের বাড়ি থেকে বের হয়ে দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণে তাঁর ভাইয়ের চায়ের দোকানে যাচ্ছিলেন।
বিদ্যালয়ের পেছনে পৌঁছানোর পরপরই মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করবেন নিহত ব্যক্তির স্বজনেরা।