মোরেলগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫— বর্ণাঢ্য আয়োজনে জমজমাট খামারিদের মিলনমেলা
মোঃ ফিরোজ আহমেদ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫। আয়োজন ঘিরে খামারি, কৃষক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পশু হাসপাতাল চত্বরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রদর্শনীর সূচনা করা হয়।
র্যালিতে মুখরিত মোরেলগঞ্জ
উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাতে হাতে ব্যানার-পোস্টার, সামনে খামারিদের প্রানবন্ত শ্লোগানে- মুখরিত হয় পুরো উপজেলা শহর।
প্রদর্শনীতে অংশ নেয় ৩০টি আধুনিক প্রযুক্তির স্টল, যেখানে দেশীয় জাতের গবাদিপশু, উন্নত প্রজনন প্রযুক্তি, আধুনিক খামার ব্যবস্থাপনা ও খামারিদের উদ্ভাবনী উদ্যোগ নজর কাড়ে। দর্শনার্থীদের ভিড়ে স্টলগুলো হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। সভাপতিত্ব করেন উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হানিফ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো. নিয়াজ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রঞ্জিত কুমার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ইখতিয়ার হোসেন, মোরেলগঞ্জ পৌর জামাতের আমির মাস্টার রফিকুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম খসরু, পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু,পৌর ছাত্রদলে আহবায়ক মেহেদী হাসান সজল প্রমুখ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার ও দেশীয় জাত সংরক্ষণই প্রাণিসম্পদ উন্নয়নের প্রধান চাবিকাঠি।
প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিকে মধ্য থেকে ৩০ জনকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। তাদের দক্ষতা, উৎপাদন ও প্রয়োগ করা প্রযুক্তির ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়।
মোরেলগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ সফলভাবে সম্পন্ন হওয়ায় খামারিদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে।
