ঘন কুয়াশায় মাঝনদীতে আটকা পড়েছে চার ফেরি

তিন দিন বিরতির পর গতকাল বুধবার রাত থেকে আবার ভারী কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে গতকাল রাত সাড়ে তিনটার পর থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। এর দুই ঘণ্টা পর আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ আছে।

এর আগে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আরিচা ঘাট থেকে কাজিরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়া বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল নামের দুটি ফেরি যমুনা নদীতে আটকা পড়ে। একইভাবে ভোর পাঁচটার পর পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া খান জাহান আলী ও শাহ মখদুম নামের দুটি রো রো ফেরি মাঝনদীতে আটকা পড়ে। দুর্ভোগের শিকার হচ্ছেন দুই নৌপথে আটকা পড়া চারটি ফেরির যানবাহনের যাত্রী ও চালকেরা।

এর তিন দিন আগে সর্বশেষ ৮ জানুয়ারি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ১০ ঘণ্টার মতো ফেরি বন্ধ ছিল। এ ছাড়া আরিচা-কাজিরহাট নৌপথেও প্রায় ১২ ঘণ্টার মতো ফেরি বন্ধ ছিল। ওই সময় টানা ১৮ দিন ধরে ভারী কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পাশাপাশি আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল ব্যাহত হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, টানা ১৮ দিন কুয়াশায় ফেরি বন্ধের পর গত রোববার থেকে কুয়াশা তেমন পড়েনি। তিন দিন বিরতি শেষে আজ ভোররাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। ভোর সাড়ে পাঁচটা থেকে অতিরিক্ত কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ দুই নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধের খবরের সত্যতা নিশ্চিত করেন।